বিধিনিষেধ উপেক্ষা করেই খুলল পার্ক, সংক্রমণের আশঙ্কা নিয়ে উপচে পড়ল ভিড়
সাপ্তাহিক লকডাউনের কড়া বিধিতেও বাগে আসছে না করোনা হানা। গতকালও জেলায় সংক্রমিত হয়েছেন ৯৮ জন৷ দিনের শেষের উদ্বেগজনক পরিসংখ্যান যখন আলোচনার কেন্দ্রবিন্দু সব মহলে তখন সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা হল ইংরেজবাজার শহরের শুভঙ্কর শিশু উদ্যান৷ মাস্ক ছাড়া, সামাজিক দূরত্ব না মেনেই আনন্দে মেতে উঠতে দেখা গেল শিশু-কিশোরদের৷
জেলায় একদিনে সর্বাধিক সংক্রমণ হয়েছে শুক্রবার৷ এরই মধ্যে আজ সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় থাকা শুভঙ্কর শিশু উদ্যান খোলা হয়৷ মাস্ক ছাড়াই খেলার আনন্দ মেতে ওঠে শিশুরা৷ কিশোর-যুবক-যুবতিদেরও মাস্ক ছাড়া, সামাজিক দূরত্ব বিধি উড়িয়ে আনন্দে দিশেহারা হওয়ার ছবিও উঠে এসেছে৷ এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে রাজ্য সরকার সংক্রমণ রুখতে সপ্তাহে দু’দিন করে লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সেই পরিস্থিতিতে এভাবে নির্দেশ উপেক্ষা করলে আদৌ কি সংক্রমণ রোখা সম্ভব হবে?
তবে ঘটনা নিয়ে জেলা প্রশাসন কিংবা শিশু উদ্যান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টপিকঃ #CoronaVirus
Comentarios