রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ গাজোলে
রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের গাজোল-বামনগোলা রাজ্য সড়কে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঝরা থেকে শাহজাদপুর গ্রামপঞ্চায়েত পর্যন্ত দীর্ঘ ১০ থেকে ১৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে সমস্যায় পড়তে পড়তে হচ্ছে রোগী থেকে শুরু করে দৈনন্দিন যাত্রীদের। বারবার জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও ফল মেলেনি। রাজনৈতিক নেতৃত্বদের বিষয়টি জানানো হলে প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কাজ হয়নি। বাধ্য হয়ে আজ এলাকাবাসীরা পথ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি উঠে যায়।
[ আরও খবরঃ স্টেশন চত্বর থেকে পাইপগান, কার্তুজ সহ গ্রেফতার এক ]
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comentarios