top of page

স্টেশন চত্বর থেকে পাইপগান, কার্তুজ সহ গ্রেফতার এক

গোপনসূত্রে খবর পেয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


harishchandrapur-man-arrested-with-pipe-guns-cartridges

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে স্টেশন সংলগ্ন মালিওর অঞ্চলে হানা দিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় কাঞ্চন দাস (৩৩) নামে এক ব্যক্তিকে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


[ আরও খবরঃ ছেলের খুনি গ্রেফতারের দাবিতে পুলিশসুপারের কাছে আবেদন ]



মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page