পুলিশের অনুমতি না মিললেও সমাবেশ হবেই, হুঙ্কার প্রাক্তন বিধায়কের
৮ জানুয়ারি বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধে উত্তাল হয়ে উঠেছিল কালিয়াচকের সুজাপুর৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ অভিযোগে জড়ানো হয়েছে আরও পাঁচ হাজার মানুষকে৷ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে সাধারণ মানুষকে ফাঁসানোর অভিযোগ তুলেছে বাম ও কংগ্রেস৷ এরই প্রতিবাদে আগামী ২৮ জানুয়ারি সুজাপুরে সমাবেশ করতে চলেছে জেলা বামফ্রন্ট৷ সেই সমাবেশে কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশের কাছে অনুমতির আবেদন জানানো হয়েছে সমাবেশের জন্য৷
বিশ্বনাথ ঘোষ, প্রাক্তন সিপিএম বিধায়ক
“সমাবেশের জন্য প্রশাসন অনুমতি দিক বা না দিক, নির্দিষ্ট দিনেই সুজাপুর কিংবা কালিয়াচকে সমাবেশ হবে”
সূত্রে মারফত জানা গেছে, এই মুহূর্তে সুজাপুর (#Sujapur) কিংবা কালিয়াচকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না৷ এনিয়ে প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক বিশ্বনাথ ঘোষ ৷ তিনি বলেন, সেদিনের ঘটনার প্রেক্ষিতে শুধু কয়েকজন কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করে পুলিশ নিজেদের দায় সারতে চাইছে৷ কিন্তু ওই ঘটনার পেছনে পুলিশের আধিকারিকরাও জড়িত রয়েছেন৷ ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷ এসব দাবি নিয়ে ২৮ জানুয়ারি সুজাপুরে সমাবেশ ডাকা হয়েছে৷ কংগ্রেসকেও ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে৷ সমাবেশের জন্য প্রশাসন অনুমতি দিক বা না দিক, নির্দিষ্ট দিনেই সুজাপুর কিংবা কালিয়াচকে সমাবেশ হবে৷ পুলিশ চাইলে তাঁদের গ্রেফতার করতে পারে৷ তবে সেদিন কোনও ঘটনা ঘটলে তার জন্য পুলিশ ও প্রশাসনই দায়ী থাকবে।
Comments