top of page

আইনজীবীরা কর্মবিরতিতে, পুলিশের গাফিলতির অভিযোগ

চাঁদা না দেওয়ায় এক আইনজীবীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল দলিল লেখকদের বিরুদ্ধে। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে কর্মবিরতিতে সামিল হয়ে ধরনায় বসলেন চাঁচল মহকুমা আদালতের আইনজীবীরা। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন চাঁচল বার-অ্যাসোসিয়েশনের সম্পাদক খাইরুল আনাম।


তিনি বলেন, পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করছে না। তারই প্রতিবাদে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। দুই দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে মহকুমা এলাকার কোনও অভিযুক্তকে নিয়ে পুলিশকে আদালতে ঢুকতে দেওয়া হবে না। তবে জেলা বিচারকের আবেদনে কর্মবিরতি চলাকালীন দুই দিন আদালতে আসামী পেশ করতে দেওয়া হবে বলে বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।এপ্রসঙ্গে তুলসিহাটা দলিল লেখক সমিতির সভাপতি সমর উপাধ্যায় বলেন, মারধরের ঘটনা ঘটেনি। আইনজীবীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেন এমন অভিযোগ করা হচ্ছে জানি না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক, তাদের তল্লাশি চলছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page