top of page

মেডিক্যাল কলেজে মেইন গেটের দুধারে জবরদখল উচ্ছেদ

জেলাশাসকের দায়িত্ব নেওয়ার পর কৌশিক ভট্টাচার্য প্রথমবার রোগী কল্যাণ সমিতির বৈঠক করেন। বৈঠক শেষে মেইন গেটের দুধারে থাকা জবরদখল এলাকা পরিদর্শন করে তিনি সেসব উচ্ছেদ করতে মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপারকে নির্দেশ দেন। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন গেট নির্মাণের কাজ শেষ হতে চললেও পুরোনো ছবিটা এখনও বদলায়নি। মেইন গেটের দুধারে হাইড্রেন ও জায়গা দখল করে চলছে ব্যাবসা, এমনকি অস্থায়ী বাসস্থানও। সেই ছবিটা এবার বদলে ফেলার উদ্যোগ নিলেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।


মেডিক্যাল কলেজে মেইন গেটের দুধারে জবরদখল উচ্ছেদ

জেলাশাসক ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর ভিমলা, পুলিশ সুপার অর্ণব ঘোষ, সদর মহকুমাশাসক এন সৈয়দ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপকুমার মণ্ডল, ইংরেজবাজার পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর সুমিতা বন্দ্যোপাধ্যায় এবং মেডিক্যাল কর্তারা। বৈঠকে জেলাশাসক নির্মীয়মান মাদার এন্ড চাইল্ড হাবের খুঁটিনাটি জানতে চান। আগামী নভেম্বরে সেই হাবের প্রতিটি ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। নির্মীয়মান হাবটিও তিনি ঘুরে দেখেন। এছাড়া মেডিক্যাল চত্বরের পরিচ্ছন্নতা নিয়ে তিনি কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেন। তখনই সহকারী অধ্যক্ষ জেলাশাসককে জানান, হাইড্রেনের উপরের অংশ এবং সংলগ্ন কিছু জায়গা জবরদখল হয়ে থাকায় হাসপাতাল চত্বরের জমা জল বাইরে বেরোতে পারছে না। বৈঠক শেষে সেই জায়গাগুলি ঘুরে দেখেন সপার্ষদ জেলাশাসক। দ্রুত সেই জবরদখল উচ্ছেদ করার জন্য তিনি সহকারী অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page