করোনার হানায় বন্ধ রামকৃষ্ণ মিশনের কুমারীপুজো
top of page

করোনার হানায় বন্ধ রামকৃষ্ণ মিশনের কুমারীপুজো

করোনার প্রকোপে এবার বন্ধ হয়ে গেল মালদা রামকৃষ্ণ মিশনের ঐতিহ্যবাহী কুমারীপুজো৷ এই মুহূর্তে নির্বাচিত কুমারী, মঠাধ্যক্ষ সহ মিশনের দুই কর্মী করোনা সংক্রমিত৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সন্ধে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মিশন৷ ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরের কাউকে৷ জানা গিয়েছে, আপাতত তিনদিনের জন্য বহিরাগতদের জন্য মিশনের দরজা বন্ধ থাকবে৷ আজ থেকে সেখানে স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষ৷ মিশনের অন্যান্য সন্ন্যাসী, ব্রহ্মচারী সহ সব কর্মী ও আবাসিকদের লালার নমুনা সংগ্রহ করার কাজও শুরু করা হয়েছে বলে খবর৷



মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ জানিয়েছেন, দু’দিন আগে জ্বর হয়েছিল৷ চিকিৎসকের পরামর্শে নিজের লালারসের নমুনা পরীক্ষা করাই৷ গতকাল তার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তখন থেকেই নিজেকে স্বেচ্ছা গৃহবন্দি করে রেখেছি৷ একই সমস্যায় লালারসের নমুনা পরীক্ষা করানো হয়েছিল এবারের নির্বাচিত কুমারীরও৷ তার রিপোর্টও পজিটিভ৷ গোটা বিষয়টি বেলুড় মঠ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল৷ সেখান থেকে নির্দেশ এসেছে, এবার মালদা রামকৃষ্ণ মিশনে কুমারীপুজো করা হবে না৷ ফলে আমরাও সেই সিদ্ধান্ত নিয়েছি৷ এবার এখানে মহাষ্টমী তিথিতে কুমারীপুজো অনুষ্ঠিত হচ্ছে না৷ তবে দুর্গাপুজো হবে৷ এই পরিস্থিতিতে আরও কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে৷ এই আশ্রমে দুর্গাপুজো প্রবর্তনের পর এই প্রথম কুমারীপুজো অনুষ্ঠিত হচ্ছে না৷ ভক্তদের কথা ভেবে আমাদেরও খারাপ লাগছে৷ কিন্তু কোনও উপায় নেই৷




মিশন সূত্রে জানা গিয়েছে, লালারসের নমুনা পরীক্ষায় গতকাল এখানকার এক কর্মী ও তাঁর স্ত্রীরও পজিটিভ রিপোর্ট এসেছে৷ এই অবস্থায় মিশনের সবার লালারসের নমুনা পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে৷ গোটা মিশন চত্বর স্যানিটাইজ করার জন্য ইংরেজবাজার পৌরসভায় আবেদন জানানো হয়েছে৷ আজ থেকেই পৌর কর্তৃপক্ষ সেই কাজ শুরু করে দিয়েছে৷ আরও দু’দিন সেই কাজ জারি থাকবে৷ ফলে মিশনের দরজা বহিরাগতদের জন্য বন্ধ থাকবে৷ তবে আশ্রমে ঠাকুরের নিত্যপুজো চলবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page