top of page

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ কোতোয়ালিভবন

Updated: Jan 16, 2021

মালদা জেলার সঙ্গে গণি খানের নাম জড়িয়ে রয়েছে। আর এই গণি পরিবারের সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নাম জড়িত। প্রণববাবুর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সাংসদ আবু হাসেম খান চৌধুরি, মৌসম নূর, খগেন মুর্মু সহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।


Kotwali Bhaban mourns former President Pranab Mukherjee

মালদায় গণি মিথ সকলের জানা। প্রয়াত কংগ্রেস নেতা বরকত গণি খান চৌধুরির গড় বলেই পরিচিত মালদা জেলা। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে গণি খানের বদলে মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করে প্রণব মুখোপাধ্যায়কে। শোনা গিয়েছিল, দলের এই সিদ্ধান্ত মেনে নেননি গণি খান। সেই নির্বাচনে হেরে যান প্রণব মুখার্জি। এরপর থেকে গণি খানের সঙ্গে তাঁর সম্পর্ক আর গড়ে ওঠেনি। তবে পরবর্তীতে প্রণব মুখার্জি যতবার মালদায় এসেছেন কোতোয়ালির পরিবারের সঙ্গে দেখা করেছেন। এমনকি রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি দু’বার মালদা জেলা সফরে এসেছিলেন।




জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর বলেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে তাঁদের পরিবারের ক্ষতি হল৷ প্রণববাবুর সঙ্গে তাঁদের পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ছিল৷ প্রথম লোকসভায় যাওয়ার পর প্রণববাবুর কাছ থেকে শিখেছেন তিনি৷ যেভাবে প্রণববাবুর কাছে মানসিক সমর্থন পেয়েছেন, তা ভোলা যায় না৷

Коментари


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page