top of page

৬টি মাস্কেট ও তাজা কার্তুজ সহ ধৃত এক

ছটি মাস্কেট এবং তিন রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত ব্যক্তির নাম দিলদার শেখ (২৩)। বাড়ি কালিয়াচকের লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি অপরাধমূলক কাজের জন্য বাড়িতে উদ্ধার হওয়া মাস্কেট ও কার্তুজগুলি মজুত করে রেখেছিল। ধৃত ব্যক্তি কোথা থেকে উদ্ধার হওয়া মাস্কেট ও কার্তুজ পেল, কী কারণে তা মজুত করা হয়েছিল তা জানতে ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



[ আরও খবরঃ বন্দে ভারত এক্সপ্রেসের সময় নিয়ে খুশি নয় জেলার বণিকমহল ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page