ইন্টারনেট সমস্যা, পরীক্ষা দিতে গ্রাম থেকে শহরে ছুট পরীক্ষার্থীদের
করোনা-আবহে কলেজগুলিতে পরীক্ষা চলছে অনলাইনে। ইন্টারনেটের সমস্যা থাকায় পরীক্ষা দিতে বাড়ির পরিবর্তে সদর এলাকায় ছুটে আসছেন পরীক্ষার্থীরা। সোমবার মালদা শহরের বৃন্দাবনী ময়দানের গ্যালারিতে স্নাতকের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে দেখা গেল একদল পড়ুয়াকে। তাঁরা মালদা কলেজের ছাত্রছাত্রী।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদা ও দুই দিনাজপুরের ২৫টি কলেজে। পরীক্ষার্থীদের বাড়িতে বসে ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার কথা। তবে সেই নির্দেশ না মেনে পরীক্ষার্থীরা দল বেধে শহর এলাকায় বসে পরীক্ষা দিচ্ছেন। তাঁদের দাবি, ইন্টারনেট না থাকায় বাধ্য হয়েই পরীক্ষার জন্য সদর এলাকায় ছুটে আসতে হচ্ছে।
[ আরও খবরঃ পঞ্চায়েতে বাজেট বৈঠক বয়কট বিজেপির ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments