top of page

ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন মালদায়

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল ওয়ান স্টপ সেন্টার। আজ দুপুরে ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন জেলাশাসক নিতীন সিংহানিয়া। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়, এমএসভিপি পূরঞ্জয় সাহা, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার সহ অন্যান্যরা।


জেলাশাসক জানান, “নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে আজ ওয়ান স্টপ সেন্টার চালু করা হল। জেলা জুড়ে যে কোনও মহিলার ওপর নির্যাতনের ঘটনা ঘটলে এখানে রেখে তাঁদের শারীরিক, মানসিক ও আইনি সহায়তা দেওয়া হবে। এক ছাদের তলায় সমস্ত সুবিধে মেলায় এতে মহিলারা উপকৃত হবেন।”

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page