top of page

ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন মালদায়

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল ওয়ান স্টপ সেন্টার। আজ দুপুরে ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেন জেলাশাসক নিতীন সিংহানিয়া। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়, এমএসভিপি পূরঞ্জয় সাহা, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার সহ অন্যান্যরা।


জেলাশাসক জানান, “নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে আজ ওয়ান স্টপ সেন্টার চালু করা হল। জেলা জুড়ে যে কোনও মহিলার ওপর নির্যাতনের ঘটনা ঘটলে এখানে রেখে তাঁদের শারীরিক, মানসিক ও আইনি সহায়তা দেওয়া হবে। এক ছাদের তলায় সমস্ত সুবিধে মেলায় এতে মহিলারা উপকৃত হবেন।”[ আরও খবরঃ দিবালোকে ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার এক ]আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page