top of page

দিবালোকে ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার এক

প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে অপহরণের চেষ্টা! স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল ওই নাবালিকা। উত্তেজিত জনতার হাত থেকে এক অপহরণকারী পালাতে সক্ষম হলেও আরেক অপহরণকারীকে ধরে গণপ্রহার। ঘটনাটি ঘটেছে চাঁচলের গোবিন্দপাড়া এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী চাঁচলের গোবিন্দপাড়া স্কুলের সপ্তম শ্রেণিতে পাঠরত। গতকাল সে বাড়ি থেকে টিউশনের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে মুখে কাপড় বেঁধে দুই যুবক মোটরবাইক নিয়ে ওই কিশোরীর পথ আটকায়। বাইক থেকে নেমে মুখে কাপড় চাপা দিয়ে ওই কিশোরীকে অপহরণের চেষ্টা করে তারা। কিশোরীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই কিশোরীকে উদ্ধার করেন। পরিস্থিতি বেগতিক দেখে এক যুবক পালাতে সক্ষম হলেও আরেক যুবককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। চলতে থাকে উত্তমমধ্যম। খবর পেয়ে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের নাম জামরুল আলু (১৯)। বাড়ি মালতিপুরের শিমুলতলা এলাকায়। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


এদিকে, প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।


Attempt-to-abduct-student-in-daylight-arrested-one
অপহরণকারী পালাতে সক্ষম হলেও আরেক অপহরণকারীকে ধরে গণপ্রহার

[ আরও খবরঃ বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, সংক্রমণ রুখতে উদ্যোগী স্বাস্থ্য দফতর ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page