স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, স্বামী পলাতক
স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ফুলবাড়িয়া গ্রামপঞ্চায়েতের নতুন নঘরিয়া এলাকার নীচাপাড়ায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
মৃত স্ত্রীর নাম রীনা বিবি (২৮)। বাড়ি ইংরেজবাজারের নতুন নঘরিয়ার নাদারপাড়ায়। পরিবারসূত্রে জানা গেছে, নয় বছর আগে স্থানীয় নীচাপাড়ার শাহরুল খানের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের কয়েক বছরের মধ্যেই স্থানীয় এক যুবতির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাহরুলের। সেই ঘটনা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন রীনা বিবি। এনিয়ে প্রায়শই পরিবারের মধ্যে ঝামেলা লেগে থাকত। রীনা বিবিকে শাহরুল একাধিকবার মারধর করে বলেও অভিযোগ।
গতকাল সন্ধেয় রীনা বিবির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। রীনা বিবির ভাই বিলাল শেখ জানান, দিদির থেকে জানতে পারি, শাহরুলের সঙ্গে অন্য এক যুবতির সম্পর্ক তৈরি হয়েছে। এনিয়ে দুই দিদির সঙ্গে প্রায়শই ঝামেলা হত শাহরুলের। সেই সম্পর্কের কারণে গতকাল সন্ধেয় দিদিকে গলা টিপে খুন করেছে শাহরুল। সে দিদির মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ারও চেষ্টা করে৷ যদিও তাতে সে সফল হতে পারেনি৷
রিনা বিবির ভাই বিলাল শেখ জানান,
''দিদির মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়৷ যদিও তাতে সে সফল হতে পারেনি"
এই ঘটনায় আজ শাহরুলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে শাহরুল৷
Comments