top of page

ইংরেজবাজারে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার! গ্রেফতার দুই

১৭ কেজি গাঁজা সমেত এক মহিলা সহ দুইজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে তথ্য অনুযায়ী রথবাড়ি ফাঁড়ির ওসি রথবাড়িতে এক মহিলা ও এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৭ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় দুইজনকে। ধৃতদের নাম ছোট্টু শেখ ও আয়েদি বিবি। ছোট্টু জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা ও আয়েদি বিবির বাড়ি বর্ধমানের কাটোয়ায়।




ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, তথ্যের ভিত্তিতে রথবাড়ি ফাঁড়ির ওসি বাসস্ট্যান্ডে দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেপাজত থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা বর্ধমানে নিয়ে যাচ্ছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


[ আরও খবরঃ করোনাকে হালকা নেবেন না ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page