বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, সংক্রমণ রুখতে উদ্যোগী স্বাস্থ্য দফতর
top of page

বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, সংক্রমণ রুখতে উদ্যোগী স্বাস্থ্য দফতর

দিনে দিনে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। ডেঙ্গি সংক্রমণ রুখতে উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দফতর। তবে স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়াচ্ছে কালিয়াচক ১ ব্লক। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে ওই ব্লকেই।


উল্লেখ্য, কিছুদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কালিয়াচক ৩ ব্লকের এক ব্যক্তির। তারপর থেকে ডেঙ্গি মোকাবিলায় কোমর কষে ময়দানে নেমে পড়েছে স্বাস্থ্য দফতর। এলাকায় ছুটে বেড়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। নিয়মিত এলাকায় যাচ্ছেন বিডিও-বিএমওএইচরাও।


জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানান, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮৬৷ গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১০৫ জন৷ সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান মিলেছে কালিয়াচক-১ নম্বর ব্লকে৷ ওই ব্লকেই ৭০ জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন৷ ডেঙ্গি মোকাবিলায় বিডিও এবং বিএমওএইচও নিয়মিত নজরদারি চালাচ্ছেন৷ আশা করা যাচ্ছে, দ্রুত ওই ব্লক ডেঙ্গিমুক্ত হবে৷



মালদা মেডিকেল কলেজের সুপার পূরঞ্জয় সাহা বলেন, মেডিকেল কলেজে গত কয়েক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভরতির সংখ্যা খানিকটা বেড়েছে। গতকাল ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন৷ দিন দশেক আগে ডেঙ্গি আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে৷ তবে ওই রোগীর পরিস্থিতি খুব খারাপ ছিল৷ বর্তমানে কালিয়াচকের তিনটি ব্লক, ইংরেজবাজার, মানিকচক ও পুরাতন মালদা এলাকা থেকেই বেশি ডেঙ্গির রোগী আসছেন৷ যদি প্রয়োজন পড়ে তবে বেডের সংখ্যা বাড়ানো হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page