top of page

চিকিৎসা করাতে ব্যাঙ্গালোর যাওয়া বন্ধ লকডাউনে, অবসাদে আত্মহত্যা

লকডাউনে চিকিৎসা করাতে যেতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন গৃহবধূ। আজ সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রামপঞ্চায়েতের বালাপাড়া এলাকায়।



মৃত গৃহবধূর নাম সূচিরানী সাহা (৩২)। স্বামী সমীরণ সাহা, পেশায় টোটোচালক। আজ দুপুরে পরিবারের লোকজন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বুলবুলচণ্ডী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের দাবি, সূচিদেবীর চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এরপর মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। আজ দুপুরে রান্না করার পর সুযোগ বুঝে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সূচিদেবী।


হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে।



টপিকঃ #আত্মহত্যা

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page