top of page

গৃহবধূকে ধর্ষণ, প্রমাণ লোপাটে মদত অভিযুক্তের স্ত্রীর

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য গাজোলের জোড়গাছি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন ওই নির্যাতিতা গৃহবধূ। কাছাকাছি জায়গাতেই ঘাস কাটছিল ওই এলাকার বাসিন্দা মাসিদুর রহমান। হঠাৎ সেই সময় বৃষ্টি শুরু হয়। অভিযোগ, বৃষ্টির সময় নির্জনতার সুযোগ নিয়ে জোর করে ওই গৃহবধূকে ধর্ষণ করে মাসিদুর। এরপরে মাসিদুরের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা জানান নির্যাতিতা। ঘটনা শুনে অভিযুক্তের স্ত্রী সাবমারসিবল পাম্প চালিয়ে নির্যাতিতাকে সম্পূর্ণ ভাবে ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে। স্বামী-স্ত্রী উভয়েই সমস্ত ঘটনা চেপে যাওয়ার হুমকি দেয়।


Housewife Raped in gazole

বাড়িতে ফিরে এসে সমস্ত ঘটনা জানায় নির্যাতিতা। বিষয়টি জানানো হয় গ্রামের মোড়লদেরও। বিষয়টি জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতেই নির্যাতিতার পরিবারের লোকজন গাজোল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত মাসিদুর রহমান (৩৭) এবং তার স্ত্রী সোহাগী বিবিকে (৩২) গ্রেফতার করে গাজোল থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Hozzászólások


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page