top of page

কফিনবন্দি দেহ ফিরল মালদায়, স্যালুট জানিয়ে শেষ শ্রদ্ধা পুলিশের

গতকাল কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি ও রাজ্য পুলিশের ১২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক মনোজ সাহা। মালদা জেলার হরিশচন্দ্রপুরের ভালুকা বাজারের বাসিন্দা মনোজ সাহা। মনোজবাবুর মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাতেই তাঁর কফিনবন্দি দেহ বাড়িতে এসে পৌঁছয়। বাড়িতে মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। রাজ্য পুলিশের পক্ষ থেকে মনোজবাবুকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জানানো হয়।


Police Driver Manoj Saha


হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারের বাসিন্দা ছিলেন মনোজ সাহা। মনোজবাবুরা দুই ভাই ও পাঁচ বোন। প্রথমে সেনাবাহিনীর জওয়ান ছিলেন তিনি। ২০০৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর পুলিশে যোগ দেন। শুক্রবার লকডাউনের দিন সাতসকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মনোজ সাহা সহ নিরাপত্তারক্ষী ও কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চট্টোপাধ্যায়ের। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, মনোজবাবু সবসময় এলাকার মানুষের সাহায্যে নির্দ্বিধায় এগিয়ে আসতেন। তাঁর এই অকাল প্রয়াতে গোটা এলাকা স্তব্ধ। আজ মনোজবাবুকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page