হিন্দি কলেজ, বিশ্ববিদ্যালয় করার দাবি মালদায়
top of page

হিন্দি কলেজ, বিশ্ববিদ্যালয় করার দাবি মালদায়

তৃণমূল কংগ্রেস অনুমোদিত হিন্দি প্রকোষ্ঠ সেল মালদা শাখার ব্লকের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হল শুক্রবার। আজ দুপুরে জেলা তৃণমূল কার্যালয় নুর ম্যানশনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি, জোনাল প্রভারি হৃষীকেশ কুমার, শ্যামপ্রকাশ গুপ্ত সহ মালদা জেলার প্রতিটি ব্লকের দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা।



আসন্ন বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে শাখার আলোচনা সভা হল। নরেন্দ্রনাথ তেওয়ারি জানান, আমাদের জেলায় হিন্দি ভাষাভাষীদের বেশ কিছু সমস্যা রয়েছে। জেলায় আগামী দিনে হিন্দি স্কুল, হিন্দি কলেজ, হিন্দি বিশ্ববিদ্যালয় করার দাবি সহ আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা সদস্যদের মধ্যে করলাম। সংগঠনের সকল সদস্যদের একত্রিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা সমাজের মানুষের কাছে পৌঁছব। পাশাপাশি সমাজের বসবাসকারী মানুষদের কোথায় কি সমস্যা রয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা করব।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page