গঙ্গা পাড়ে মিলল বিলুপ্ত নীলগাই
গঙ্গা নদীর তীরে নীলগাই উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচকে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা নীলগাইটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ নীলগাইটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নদীর তীরে আহত অবস্থায় একটি নীলগাই ছোটাছুটি করছিল। স্থানীয় বাসিন্দারা নীলগাইটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় নদীর জল থেকে নীলগাইটি উদ্ধার করে। পরে বন দফতরের হাতে নীলগাইটি তুলে দেন পুলিশকর্মীরা।
[ আগের খবরঃ বিলুপ্তপ্রায় নীলগাই ঘুরে বেড়াচ্ছে মালদার আমবাগানে ]
বন দফতরের আধিকারিক ইন্দ্রজিৎ দাস জানান, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নীলগাইটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নীলগাইটিকে আপাতত আদিনা ফরেস্টে নিয়ে যাওয়া হবে। সেখানেই ওই প্রাণীর চিকিৎসা হবে। অনুমান করা হচ্ছে, অন্য কোনো নদী প্রান্ত থেকে কোনোভাবে নীলগাইটি নদীতে পড়ে যায়। নদীর স্রোতে এই এলাকায় এসে পৌঁছয় নীলগাইটি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments