top of page

বিলুপ্তপ্রায় নীলগাই ঘুরে বেড়াচ্ছে মালদার আমবাগানে

লকডাউনের প্রভাব পড়েছে প্রকৃতিতেও। কমেছে দূষণ। দেশের বিভিন্ন প্রান্তে পশু-পাখিদের আগমনের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। এবারে সেই ছবি ধরা পড়ল ইংরেজবাজারে।



লকডাউনের মধ্যে মালদার আম বাগানে ঘুরে বেড়াচ্ছে নীলগাই। ইংরেজবাজার থানার মানিকপুর এলাকায় গ্রামবাসীরা দেখতে পান নীলগাইটি। কিভাবে নীলগাইটি আমবাগানে এলো তা তারা পরিষ্কার করে বলতে পারেননি।




[ আরও খবরঃ কোটায় আটক ২৬৮ জন পড়ুয়া ফিরল মালদায় ]

রবিবার সকালে কয়েকজন গ্রামবাসীর নজরে পড়ে নীলগাইটি। অনেকে ছবি তুলে রাখেন মোবাইলে। গ্রামবাসীদের দাবি আরও কয়েকটি নীলগাই দেখা গিয়েছে এলাকায়। তবে কোথা থেকে এই বন্যজন্তু এই এলাকায় এসেছে তা তারা পরিষ্কারভাবে বলতে পারেননি।




বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page