পুরোনোরা ব্রাত্য ভোটের প্রচারে, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকলহ
বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। রাজ্য জুড়ে ভোট ভোট রব। শাসকদলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে। কিন্তু গোষ্ঠীকলহ থেকে রেহাই মিলছে না। আর এই কোন্দলের জেরেই ময়দানের বাইরে থেকেই হাততালি দিয়ে বিধানসভা নির্বাচনে দলকে সমর্থন জানানোর কথা জানাচ্ছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার শাসকদলের কর্মীদের একাংশ।
কর্মীদের একাংশের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় তৃণমূলের পুরোনো কর্মীদের নির্বাচনি প্রচারে ডাকা হচ্ছে না। এমনকি সরিয়ে দেওয়া হচ্ছে ব্লকের গুরুত্বপূর্ণ পদ থেকেও। এলাকায় যিনি প্রার্থী হয়েছেন তাঁর তরফ থেকেও কোনও ডাক আসছে না প্রচারের জন্য। বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ‘খেলা হবে’ স্লোগান থাকলেও, সরাসরি মাঠে নেমে খেলতে আগ্রহ পাচ্ছেন না দলের পুরোনো এবং সক্রিয় কর্মীরা। কর্মীদের দাবি, এবার তারা মাঠের বাইরে থেকেই হাততালি দিয়ে দলকে সমর্থন জানাবেন। কারণ, খেলায় অংশগ্রহণ থেকে তাঁদের ব্রাত্য করে রেখেছে দলের ব্লক এবং জেলা নেতৃত্ব।
নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ব্লক এবং জেলা তৃণমূল নেতৃত্ব। নেতৃত্বের দাবি, কর্মীদের মান অভিমান থাকতেই পারে। কিন্তু এই নির্বাচনে সকলকে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments