top of page

দাদার বকুনির পর থেকেই নিখোঁজ নাবালিকা বোন

দাদার বকাবকির পর থেকেই নিখোঁজ অভিমানী বোন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই নাবালিকার। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার রশিলাদহ কলোনি এলাকায়।


পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ১৪ বছর বয়সী ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পাঠরত। বাবা প্রয়াত হয়েছে বেশ কয়েকবছর আগেই। মা এবং বড় দাদার হাত ধরেই বড়ো হয়েছে ওই নাবালিকা।


ওই নাবালিকার দিদি জানান, গত ১৭ নভেম্বর আমরা দুই বোন কার্তিক পুজোর ঘট ভরতে যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু দাদা আমাদের ঘট ভরতে যেতে মানা করে। দাদার কথা মতো আমি বাড়ি থেকে না বেরোলেও বোন চলে যায়। এনিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। বিষয়টি জানতে পেরে দাদা ঘরে না ফেরা পর্যন্ত বোনকে ঘরে ঢুকতে দিতে মানা করেছিল। আমি বোনকে বলেছিলাম, দাদার নির্দেশ অমান্য করার সহস আমার নেই। মা ফিরে এলে ও যেন ঘরে ঢোকে।

সন্ধে নাগাদ ঘরের বাইরে বেরিয়ে দেখি ও নেই৷ চারদিকে খোঁজাখুঁজি করেও ওকে পাইনি৷ রাতে দাদা ঘরে ফিরে সব শুনে বোনকে খুঁজতে বেরোয়৷ কিন্তু বোনের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ পরদিন মালদা থানায় মিসিং ডায়ারি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বোনের কোনও সন্ধান পাইনি৷ বোনকে নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি৷


ree

মালদা থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই নাবালিকার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে৷ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ওই নাবালিকার খোঁজ পাওয়া যাবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page