Search
বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়, প্রার্থী ঘোষণায় তাই সময় লাগছেঃ সায়ন্তন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 16, 2021
- 1 min read
একুশের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে জেলার সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। বিদায়ী বিধায়কদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কংগ্রেসও। তবে এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে জেলার প্রার্থী ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল বাড়িয়ে রাখতে চায়ে পে চর্চায় অংশ নিতে মালদায় এলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস-সিপিএম-আব্বাস-তৃণমূল সবাই একজোট। সম্ভাবনা না থাকলেও যদি ত্রিশঙ্কু বিধানসভা হয় তবে ডালুবাবু-আলুবাবু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন বিজেপিকে আটকানোর জন্য। আগে বিজেপির একেকটি কেন্দ্রে দু-তিনজন করে দাবিদার ছিল। এখন বিজেপির পরিবার অনেক বড়ো। এখন একেকটি কেন্দ্রে প্রার্থী ২০০-৩০০ দাবিদার। পাশাপাশি বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়। সেই কারণেই প্রার্থী ঘোষণা করতে খানিকটা সময় লাগছে।
[ আরও খবরঃ তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments