top of page

হিন্দুর মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিম সমাজ

জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে আত্মীয়স্বজন বৃদ্ধের মৃতদেহের সৎকার থেকে সরে দাঁড়ালেন। হিন্দু বৃদ্ধের সৎকারের ব্যবস্থা করলেন মুসলিম পাড়াল লোকজন। এমন সম্প্রীতির ছবি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের।


মৃত বৃদ্ধের নাম  রনজিৎ দাস (৬৫)। তিনি কৃষিকাজ করতেন। খাসজমিতে ঘর বেঁধেই জীবনযাপন করছিলেন তিনি। তাঁর বাড়ির সামনে আরও কিছুটা খাস জমি রয়েছে। অভিযোগ, সেই জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল রনজিতের। এই জমি নিয়ে একাধিকবার থানা-পুলিশ হয়েছে। তা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তাঁর। রনজিৎ বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ায় মৃত্যুর পর তাঁদের দেহ কবর দেওয়া হয়।


তাঁর মৃত্যু সংবাদ পেয়েও আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ দেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি৷ তাই তাঁর স্ত্রী ও ছেলে দেহ সৎকার করতে পারছিলেন না৷ অবশেষে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। দেহ সৎকারে এগিয়ে আসেন পাশের মুসলিম পাড়ার বাসিন্দারা। তাঁদের কাঁধে চেপেই শেষযাত্রা হল রনজিতের।


ree

মান্নান আলি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, গতকাল সকালে শুনতে পাই রনজিৎ দাস মারা গিয়েছেন৷ পরে শুনি, ওদের সমাজের কেউ মৃতদেহের কাছে ভিড়ছে না৷ তাই আমরাই ওর বাবার শেষকৃত্য করার সিদ্ধান্ত নিই৷ আমরা কাঁধে করে দেহ নিয়ে গিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করি। শুনতে পেলাম, জমি নিয়ে গণ্ডগোলের কারণে কেউ দেহ সৎকারে এগিয়ে আসেনি। মৃত্যুর পরেও মানুষের পাশে না থাকাটা অমানবিক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page