২০ দিন ধরে জল নেই! প্ল্যাকার্ড হাতে রাস্তায় বাসিন্দারা
top of page

২০ দিন ধরে জল নেই! প্ল্যাকার্ড হাতে রাস্তায় বাসিন্দারা

২০-২২ দিন ধরে নেই পানীয় জলের সরবরাহ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কলমপাড়ায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কলমপাড়া, থানাপাড়া, শহিদ মোড়, হাসপাতাল মোড়, ব্লকপাড়া, কালীপুকুর সহ বিভিন্ন এলাকায় গত ২০-২২ দিন ধরে পানীয় জলের সরবরাহ নেই। প্রতিবেশীদের সাবমার্শিবল থেকে কয়েকদিন জল নেওয়ার পর তাঁরাও বিরক্ত প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ২০-২২ দিন ধরে জল নেই। অথচ প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই। ভোটের আগে নেতানেত্রীদের প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ভোট পেরোতেই সকলেই ভ্যানিশ। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page