রেললাইনে উদ্ধার শ্রমিকের দেহ, খুনের অভিযোগ পরিবারের
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। ওই পরিযায়ীর শ্রমিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে হরিশ্চন্দ্রপুরের মালিওর গ্রামপঞ্চায়েতের সামুখা গ্রামে।
মৃত শ্রমিকের নাম বংশীলাল মণ্ডল (২০)। বংশীলাল হরিয়ানার কাটলা এলাকাতে কাঠ চেরাই মিলে কাজ করতে গিয়েছিল। গত পরশু সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ স্থানীয় রেললাইন ওপর থেকে উদ্ধার করা হয়। হরিয়ানা পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে মালদায় পাঠানো হচ্ছে।
বংশীলালের বাবা মহাবীর মণ্ডল জানান, স্থানীয় এক প্রতিবেশী যুবকের সঙ্গে আমার ছেলে মাস তিনেক আগে হরিয়ানার কাটলা এলাকায় কাজের জন্য গিয়েছিল। সেখানে কাঠ চেরাই মিলে কাজ করতো তাঁরা। কিছুদিন আগে ঠিকাদারের কাছে পাওনা টাকা চাইতে গেলে ঠিকদার টাকা দিতে অস্বীকার করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ছেলে তাঁদেরকে ফোনে সব ঘটনা জানায়। গত পরশু ফোনে খবর আসে ছেলের মৃতদেহ রেললাইন থেকে উদ্ধার হয়েছে। আমাদের অনুমান, ছেলেকে ঠিকাদারের লোকজন খুন করে রেললাইনে ফেলে দিয়েছে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ওই পরিবারের লোকজন মৌখিকভাবে সমস্ত ঘটনা জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments