দিল্লিতে ধরনারত কৃষকদের সমর্থনে হরিশ্চন্দ্রপুরে রেল রোকো
ভারতের কৃষি আইন এবং কৃষি দ্রব্যমূল্য বৃদ্ধি ও কৃষকদের ন্যায্য অধিকারের দাবিতে দিল্লিতে ধরনারত কৃষকদের সমর্থনে মালদার হরিশ্চন্দ্রপুরে রেল রোকো কর্মসূচি পালন করল হরিশ্চন্দ্রপুর বাম সংগঠন।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌসের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এদিনের কর্মসূচিকে কেন্দ্রে করে হরিশ্চন্দ্রপুর স্টেশনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও আরপিএফ।
জামিল সাহেব বলেন, সারা ভারতবর্ষ জুড়ে বাম সংগঠনের উদ্যোগে কৃষি আইন ও বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলছে। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি দিল্লিতে অনশনরত কৃষকদের সমর্থনে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments