top of page

বারহারওয়া স্টেশন থেকে উদ্ধার ৬ কিশোর কিশোরী

মালদা ডিভিশনের বারহারওয়া স্টেশন থেকে উদ্ধার ৬ জন কিশোর কিশোরী। উদ্ধার হওয়া কিশোর-কিশোরীদের সাহেবঞ্জের বাল সংরক্ষণ মন্থনের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ।


বিগত কয়েক বছরে মালদা ডিভিশনের একাধিক স্টেশন থেকে কিশোর কিশোরীদের উদ্ধার করেছে আরপিএফ কর্তৃপক্ষ। কখনও মানব পাচারের চেষ্টা, কখনও আবার বাবা-মায়ের বকুনিতে অভিমান করে বাড়ি থেকে কিশোর কিশোরীদের পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এই সমস্ত ঘটনা রুখতে রেলের তরফে অপারেশন ননহে ফরিস্তে নামে একটি প্রকল্প চালু করা হয়েছে।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রেল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বারহারওয়া স্টেশনে কর্মরত আরপিএফ জওয়ানরা কয়েকজন নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন৷ তাদের মধ্যে পাঁচটি ছেলে ও একটি মেয়ে ছিল৷ সন্দেহ হওয়ার জেরা করে আরপিএফ জানতে পারে, পরিবারের কাউকে কিছু না জানিয়েই তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে৷ এরপরেই তাদের স্টেশনের আরপিএফ পোস্টে নিয়ে যান৷ খবর দেওয়া হয় তাদের অভিভাবকদের৷ আইনি প্রক্রিয়া মেনে তাদের কাউন্সেলিং এবং পুনর্বাসনের জন্য বাল সংরক্ষণ মন্থনের হাতে তুলে দেওয়া হয়৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page