মোবাইল চেয়ে বাবার বকুনি, অভিমানে আত্মঘাতী পঞ্চম শ্রেণির ছাত্র
top of page

মোবাইল চেয়ে বাবার বকুনি, অভিমানে আত্মঘাতী পঞ্চম শ্রেণির ছাত্র

কার্টুন দেখার জন্য বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণির ছাত্র৷ ঘটনাটি ঘটেছে মালদা থানার ধুমাদিঘি বাথানি এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



মৃত ওই ছাত্রের নাম সাজেন হাঁসদা (১২)। সাজেন ওই এলাকার একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষিজীবী শিবলাল হাঁসদার দুই ছেলে মেয়ে। স্ত্রী পূর্ণিমা সোরেন গৃহবধূ। বুধবার সন্ধেয় জমি থেকে ফিরলে শিবলালবাবুর কাছে কার্টুন দেখার জন্য মোবাইলের বায়না করে সাজেন। শিবলালবাবু তাকে বকাবকি করে পড়াশোনায় মন দিতে বলেন। সাজেন রেগে ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সাজেনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তড়িঘড়ি সাজেনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজেনের।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page