এসআইআর ইশ্যুতে ভাঙন দুর্গতদের পাশে কংগ্রেস
- আমাদের মালদা ডিজিট্যাল

- Oct 14
- 1 min read
এসআইআর ইস্যুতে মানুষের মনে ভয় ধরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিজেপি নেতৃত্বকে বিঁধলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার৷ রাজ্যে এসআইআর লাগু করার আগে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষজনের সমস্যা নিয়ে উদবেগ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার সকালে মালদায় পৌঁছে প্রথমেই কোতওয়ালি যান প্রদেশ কংগ্রেস সভাপতি৷ প্রয়াত বরকত গনি খানের কবরে শ্রদ্ধাজ্ঞাপনের পর জেলা কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি জানান, চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার বিজেপির থেকে সমর্থন তুলে নিলে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রয়োজন পড়বে৷ তাই কংগ্রেসের থেকে তৃণমূল ভালো৷

দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী জানান, কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর আসছে৷ বন্যা ও নদীভাঙনে সর্বস্ব হারানো কয়েক হাজার মানুষ নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ে তাঁরা তাঁদের সমস্ত নথিপত্র হারিয়েছেন৷ কীভাবে এসআইআর-এর প্রয়োজনীয় নথিপত্র পেশ করতে পারবেন? বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে জেলাশাসককে চিঠি দিয়েছি৷
রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, যাদের সমস্ত নথিপত্র নদী গিলে ফেলেছে তারা সেই নথি পাবে কোথায় থেকে? আমি এর প্রতিবাদ করছি৷ প্রয়োজনে দুর্গতদের সমর্থনে আন্দোলনে নামব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments