পরিস্রুত জল নেই, পেটের অসুখে ভুগছে হরিশ্চন্দ্রপুর
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 8, 2020
- 1 min read
Updated: Aug 11, 2020
পরিস্রুত পানীয় জলের সমস্যায় হরিশ্চন্দ্রপুরবাসী। নলকূপ ও পুকুরের জল পান করে পেটের সমস্যায় ভুগছেন বহু মানুষ।
একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া, ভবানীপুর, বনসারিয়া সহ বেশ কিছু এলাকার মানুষেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় চার মাস ধরে এই এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না৷ জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে পাইপলাইন নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে৷ বাধ্য হয়ে সবাই পুকুর ও নলকূপের জল পান করছে৷ ওই দূষিত জল পান করে আন্ত্রিক সহ বিভিন্ন ধরনের পেটের অসুখ দেখা দিচ্ছে এলাকায়। বিষয়টি পিএইচই দফতরে জানিয়ে কোনও ফল মেলেনি। কবে সমস্যা মিটবে কেউ জানে না৷
[ আগের খবরঃ সব পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ হরিশ্চন্দ্রপুরে ]
ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি মোহম্মদ রুহুল আমিন বলেন, পাইপলাইনের সমস্যার কারণে গত চার মাস ধরে এই এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে৷
তিনি আরও বলেন, বিষয়টি মহকুমাশাসক ও বিডিওকে জানানো হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে৷
টপিকঃ #পানীয়জল
Comments