top of page

অনাস্থা নিয়ে বিডিও কাছে হাজির গ্রামপঞ্চায়েতের সদস্যরা

উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের সমস্ত উপসমিতি পরিবর্তনের জন্য অনাস্থা আনা হলেও লকডাউনের অজুহাতে আস্থা ভোট ডাকছিলেন না বিডিও। ফের সদস্যরা একযোগে আস্থা ভোটের দাবি জানাল কালিয়াচক-২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং-এর কাছে।উল্লেখ্য, এই ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতে ১৬ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্যই চারটি উপসমিতি বিরুদ্ধে পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব এনেছেন। বিডিও সঞ্জয় ঘিসিং সংখ্যাগরিষ্ঠ সদস্যদের খুব শীঘ্রই উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতে উপসমিতি পরিবর্তনের জন্য আস্থা ভোটের আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page