প্রয়াত চিত্রসাংবাদিক মিসবাহুল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল বৃহস্পতিবার। মালদা জেলার প্রশাসনিক ভবনের সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি প্রয়াত চিত্রসাংবাদিকের স্ত্রী আয়েশা বিবির হাতে নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চিত্রসাংবাদিক মিসবাহুল হকের (৫২)। এই ঘটনায় মালদার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। ওই চিত্রসাংবাদিকের পরিবারের বৃদ্ধ মা, স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তান রয়েছে। এই ঘটনার পর ১৯ শে নভেম্বর মালদায় প্রশাসনিক বৈঠক করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিত্রসাংবাদিকের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি তাঁর স্ত্রীকে সরকারি চাকরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ আয়েশা বিবির হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
আয়েশা বিবি জানান, জেলার সাংবাদিকেরা মুখ্যমন্ত্রীর কাছে চাকরির জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মালদায় এসে প্রশাসনিক বৈঠকে চাকরির ব্যবস্থা করার কথা বলেন। সেই নির্দেশ অনুযায়ী তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
ছবিঃ গৌতম কর্মকার
Comments