top of page

পরিযায়ীর চাপ সামলাতে জেলায় নতুন কোভিড হাসপাতাল, আইসোলেশন

গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আর কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি৷ বর্তমানে রাজ্য সরকারের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৷ তবে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা এলাকায় ফেরার সঙ্গে সঙ্গে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে৷ এতে চাপ বাড়ছে পুরাতন মালদার কোভিড হাসপাতাল সহ আইসোলেশন সেন্টারগুলিতে৷



কয়েকদিন আগে এনিয়ে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রীও৷ তিনি বেশ কয়েকটি জেলায় নতুন কোভিড হাসপাতাল তৈরির কথা জানিয়েছিলেন৷ তার মধ্যে ছিল মালদা জেলাও৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজে গড়ে তোলা হচ্ছে ১৫০ শয্যাবিশিষ্ট নয়া কোভিড হাসপাতাল৷ জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ভবনে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত এই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে৷ তবে শুধুমাত্র উপসর্গযুক্তদেরই সেখানে ভরতি করা হবে৷



এদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানিয়েছেন, শুধু মেডিকেলে কোভিড হাসপাতালই নয়, মালদা শহরের মধ্যে, লোকালয় থেকে কিছুটা দূরে ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় একটি আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে৷ সেখানেও ১৫০টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্য সরকারের নির্দেশেই এই দুটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে৷

হাইলাইটস

  • মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ভবনে গড়ে তোলা হচ্ছে নয়া কোভিড হাসপাতাল।

  • নয়া কোভিড হাসপাতালে থাকবে ১৫০টি শয্যা।

  • শুধুমাত্র উপসর্গযুক্তদেরই এই নতুন হাসপাতালে ভরতি করা হবে।

  • ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় একটি আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে।

  • নতুন আইসোলেশন সেন্টারে ১৫০টি শয্যা থাকবে।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page