পরিযায়ীর চাপ সামলাতে জেলায় নতুন কোভিড হাসপাতাল, আইসোলেশন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 4, 2020
- 1 min read
Updated: Aug 10, 2020
গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আর কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি৷ বর্তমানে রাজ্য সরকারের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৷ তবে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা এলাকায় ফেরার সঙ্গে সঙ্গে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়তে শুরু করেছে৷ এতে চাপ বাড়ছে পুরাতন মালদার কোভিড হাসপাতাল সহ আইসোলেশন সেন্টারগুলিতে৷
কয়েকদিন আগে এনিয়ে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রীও৷ তিনি বেশ কয়েকটি জেলায় নতুন কোভিড হাসপাতাল তৈরির কথা জানিয়েছিলেন৷ তার মধ্যে ছিল মালদা জেলাও৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজে গড়ে তোলা হচ্ছে ১৫০ শয্যাবিশিষ্ট নয়া কোভিড হাসপাতাল৷ জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ভবনে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত এই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে৷ তবে শুধুমাত্র উপসর্গযুক্তদেরই সেখানে ভরতি করা হবে৷
[ আরও খবরঃ চাঁচলে দুই গোষ্ঠীর মধ্যে চরম বোমাবাজি, মৃত এক ]
এদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানিয়েছেন, শুধু মেডিকেলে কোভিড হাসপাতালই নয়, মালদা শহরের মধ্যে, লোকালয় থেকে কিছুটা দূরে ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় একটি আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে৷ সেখানেও ১৫০টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্য সরকারের নির্দেশেই এই দুটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে৷
হাইলাইটস
মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ভবনে গড়ে তোলা হচ্ছে নয়া কোভিড হাসপাতাল।
নয়া কোভিড হাসপাতালে থাকবে ১৫০টি শয্যা।
শুধুমাত্র উপসর্গযুক্তদেরই এই নতুন হাসপাতালে ভরতি করা হবে।
ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায় একটি আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে।
নতুন আইসোলেশন সেন্টারে ১৫০টি শয্যা থাকবে।
Comments