চাঁচলে দুই গোষ্ঠীর মধ্যে চরম বোমাবাজি, মৃত এক
বাড়ি থেকে তুলে নিয়ে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া এলাকার জানিপুরে৷ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও সমস্ত ঘটনা সাজানো বলে দাবি কংগ্রেসের। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চাঁচল ও কল্কি-মোড় ক্যাম্পের বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমস্ত ঘটনা নিয়ে টানটান উত্তেজনা রয়েছে, জনমানব শূন্য হয়েছে এলাকা। অকুস্থলের বিভিন্ন জায়গায় পরে রয়েছে সুতলি বাঁধা বোমা। এলাকার বিভিন্ন জায়গায় বিস্ফোরণের চিহ্ন মিলেছে।
মৃত ব্যক্তির নাম মোস্তাফা (৩০)৷ মৃতের পরিবারের অভিযোগ, তিন কাঠা জমি নিয়ে স্থানীয় হবিবুর রহমান, ইসলাম শেখ সহ বেশ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন বিবাদ চলছিল মোস্তাফার৷ আজ সকালে বাড়ির সামনে শব্দ হয়৷ সেই শব্দ শুনে মোস্তাফা বাড়ির বাইরে যায়৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী মোস্তাফাকে টেনে রাস্তার দিকে নিয়ে যায়৷ মোস্তাফার মা আখতারা বেওয়া সেই সময় ছাদে উঠে দেখেন ওই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে মোস্তাফাকে কোপাচ্ছে৷ কিছু সময় পরে বোমার শব্দ শুনতে পান আখতারা বেওয়া৷ তাঁর অনুমান জমি নিয়ে বিবাদের জেরেই খুন হতে হয়েছে মোস্তাফাকে৷
[ আগের খবরঃ চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু পরিযায়ীর ]
এদিকে ঘটনাপ্রসঙ্গে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকারের অভিযোগ, তৃণমূলের ওই কর্মী মোস্তাফাকে কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে৷ অন্যদিকে, চাঁচলের কংগ্রেস বিধায়ক আলবেরুণি জুলকারনাইন বলেন, সমস্ত ঘটনা সাজানো৷ নিহতের পরিবারের সঙ্গে অভিযুক্তদের পুরোনো বিবাদ ছিল৷ এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগাযোগ নেই৷