গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- সব্যসাচী মণ্ডল
- Aug 11, 2020
- 1 min read
Updated: Aug 17, 2020
টাকার দাবিতে শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোলের একলাখী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
মৃত গৃহবধূর নাম আশা সিং। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশাদেবীর স্বামী সিদেল সিং মোটা অংকের টাকা দাবি করতে থাকে। সেই সময় জমি বিক্রি করে তাকে টাকা দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে আবার জমি বিক্রি করে টাকার দাবি করতে থাকে। কিন্তু আশাদেবী বাধা দেওয়ায় গতকাল রাতে শ্বাসরোধ করে আশাদেবীকে খুন করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
[ আরও খবরঃ করোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ ]
গাজোল থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Comentários