করোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ
হেমতাবাদ যাওয়ার আগে মালদা শহরে চায়ে পে চর্চায় অংশ নিয়ে রাজ্য সরকারকে করোনা ইশ্যুতে ফের একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি। ইংরেজবাজার পুর এলাকার টাউনহলের সামনে প্রাতঃভ্রমণ করেন। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল জেলার নেতৃত্ব সঙ্গে বৈঠক করতে মালদায় আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ হেমতাবাদ যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন তিনি।
দিলীপবাবু বলেন, পশ্চিমবঙ্গে সবকিছুই ভেঙে পড়েছে৷ শিক্ষা, শিল্প, প্রশাসন, মানুষের সুরক্ষা ফিরিয়ে আনতে পরিবর্তন জরুরি৷ তৃণমূল সরকার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে অনৈতিক কাজে ব্যবহার করছে৷ ফলস্বরূপ সমাজে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছে৷ আসলে সরকার পুলিশের আত্মবিশ্বাসটাই নষ্ট করে দিয়েছে৷ পুলিশকে নিজের মতো কাজ করতে দেওয়া উচিত৷ তবেই আইনশৃঙ্খলা ফের ঠিক হবে৷
দিলীপবাবু করোনা ইশ্যু নিয়েও একহাত নেন রাজ্য সরকারকে। তিনি বলেন, বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা করাতে গেলে ২৫ লাখ পর্যন্ত বিল ধরানো হচ্ছে৷ এটা কল্পনাও করা যায় না৷ আর রাজ্যের মুখ্যমন্ত্রী দুনিয়াকে বলে দিচ্ছেন, তাঁরা বিনা পয়সায় করোনার চিকিৎসা করাচ্ছেন৷ এসব শুধুমাত্র পাবলিসিটির জন্য বলা হয়৷
টপিকঃ #বিজেপি
Comments