জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত চার
অটো-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলা সহ চারজনের। গুরুতর আহত আরও একজন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে সামসী-আলাল ৮১ নম্বর জাতীয় সড়কের শ্রীপুর এলাকায়।
মৃত দুই মহিলার নাম তসলিমা বিবি (৩০) ও শুবরি বিবি (৫৫)। মৃত কিশোরের নাম শেখ আসলাম (১২)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইক চালক মোজাম্মেল হকেরও (২১)। শুবরি বিবি ও শেখ আসলামের বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের গাংনদীয়া গ্রামে। তসলিমা বিবির রসিদাবাদের বিরুয়া গ্রামের বাসিন্দা। মোজাম্মেলের বাড়ি সামসীর ভগবানপুর গ্রামে। দুর্ঘটনায় গুরুতর আহত ঋজু মণ্ডল (২৪) সামসীর ভগবানপুর গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, শেখ ইসলামের অটোতে করে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই পরিবারের কয়েকজন। শ্রীপুর এলাকায় ৮১ জাতীয় সড়কে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকের। মোটরবাইক চালক ঘটনাস্থলেই মারা যান। যাত্রীবাহী অটোটিও উলটে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোটরবাইক আরোহী মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
[ আরও খবরঃ শহরে কুড়ি ফুটের স্থায়ী দুর্গা, নামকরণ গৌড়ী মোড়? ]
পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments