top of page

শহরে কুড়ি ফুটের স্থায়ী দুর্গা, নামকরণ গৌড়ী মোড়?

Updated: Oct 16, 2020

রথবাড়ি পার করে মালদাটাউন স্টেশন যেতে একটি বড়োসড়ো তিনমাথা মোড় আসে। প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত সেই মোড়ের কোনো নামকরণ হয়নি। মালদাবাসীর কাছে সেই জায়গা বহুদিন ধরেই কানিরমোড় হিসেবে পরিচিত রয়েছে। সেই কানিরমোড়ে সৌন্দার্যায়ণের পাশাপাশি নতুন নামকরণ সিদ্ধান্ত নিল ইংরেজবাজার পুরসভা।



ইংরেজবাজার পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দুলাল সরকার জানান, শহরের সৌন্দর্য বাড়াতে ওই এলাকা সংস্কার করা হচ্ছে। মোড়ে বসানো হচ্ছে কুড়ি ফুট উচ্চতার একটি দুর্গাপ্রতিমা। পাশাপাশি ওই মোড়ের নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী নামকরণ হবে এখনও সেই সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে দশভুজা বা গৌড়ী মোড় বাছাই তালিকায় আছে। পুরসভায় আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



Beautification work at Kanir More
পঞ্চমী তিথিতে কুড়ি ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা উদ্বোধন হবে


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page