রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুর
- আমাদের মালদা ডিজিট্যাল

- Nov 4
- 1 min read
রথের ওপর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাত বছরের শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পুরাতন মালদার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুরাতন মালদার সারদা কলোনিতে ব্রজগোপাল মন্দির রয়েছে। প্রতি বছর কার্তিক পূর্ণিমার আগের দিন এই মন্দির থেকে শ্রীকৃষ্ণের পুষ্পরথ বেরোয়। সোমবার বিকেলেও রথ বেরোয়। রথের ওপরে ছিল কৃষ্ণ শর্মা নামে এক শিশু। সন্ধেয় রথ ঘোষপাড়া এলাকায় পৌঁছতেই দুর্ঘটনা ঘটে। রথের উপর থেকে নিচে পড়ে যায় কৃষ্ণ। রথের পেছনের চাকা তাকে পিষে দেয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা কৃষ্ণকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে এদিন সকালে কৃষ্ণদের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর অসীম ঘোষ৷ তিনি নিহত নাবালকের পরিবারের সদস্যদের সমাবেদনা জানান৷

কৃষ্ণের কাকা বিজয় শর্মা জানান, গতকাল পাড়ায় রথযাত্রা ছিল৷ ঠাকুরমার সঙ্গে ভাইপো রথযাত্রায় গিয়েছিল। হঠাৎ সে রথের উপর থেকে নীচে পড়ে যায়৷ তাতেই এই ঘটনা ঘটেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments