top of page

পুরাতন মালদা পুরসভার দায়িত্বে ফের বিভূতি

ফের পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বিভূতিভূষণ ঘোষ। বুধবার পুরসভার নয়া চেয়ারম্যান হিসাবে শপথবাক্য পাঠ করেছেন বিভূতিবাবু৷ আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বদল কী প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷


গত লোকসভা নির্বাচনে গোটা জেলার সঙ্গে পুরাতন মালদা পুরসভা এলাকাতেও তৃণমূলের ভালো ফল হয়নি। তার খেসারত দিতে হয় চেয়ারম্যান কার্তিক ঘোষকে। দলের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন তিনি৷ অবশেযে বুধবার নতুন চেয়ারম্যান হিসাবে বিভূতিভূষণ ঘোষের নাম ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি৷ নতুন চেয়ারম্যানের শপথগ্রহণ নিয়ে পুরসভা চত্বরে মোতায়েন ছিল পুলিশ বাহিনী৷ বৈঠক শুরুর ঠিক আগে বিভূতিবাবুর নাম চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়। বাকি কাউন্সিলরদের সমর্থনে বিভূতিবাবু চেয়ারম্যান হিসাবে শপথবাক্য পাঠ করেন৷ ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ নেন সফিকুল ইসলামও৷


ree

বিভূতি বলেন, এর আগেও আমি তিনবার এই পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছি৷ দল একাধিক পুরসভায় চেয়ারম্যান পরিবর্তন করেছে৷ আমরা সবাই মিলে পুরসভার উন্নয়নে কাজ করব৷ আসন্ন নির্বাচনগুলিতে আমরা এখান থেকে দলকে লিড দেওয়ার চেষ্টা করব৷


বিদায়ী চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, দলের জেলা সভাপতি আমাকে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন৷ লোকসভা নির্বাচনে গোটা জেলায় দলের ফল খারাপ হয়েছে৷ কিন্তু শুধু আমিই শাস্তি পেলাম৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page