কামতাপুরিদের জোটেনি সরকারি চাকরি, প্রশাসনের দ্বারস্থ ৩১ প্রাক্তন জঙ্গি
সরকারি চাকরির আশ্বাসে আত্মসমর্পণ করেছিলেন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনের জঙ্গিরা। দীর্ঘদিন আগে আত্মসমর্পণ করলেও এখনও জোটেনি সরকারি চাকরি। বাধ্য আজ ফের জেলাশাসকের সঙ্গে দেখা করলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা।
একসময় মালদার প্রচুর যুবক মোটা টাকার লোভে নাম লিখিয়েছিল জঙ্গি সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনে৷ পরবর্তীতে ক্ষমতা কমতে শুরু করে এই জঙ্গি সংগঠনের৷ ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসে এই জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় তৃণমূল সরকার৷ আহ্বানে সাড়া দিয়েই আত্মসমর্পণ করেন জেলার ৩১ জন কেএলও জঙ্গি। সরকারের তরফে আত্মসমর্পণকারীদের বলা হয়েছিল, সবাইকে সরকারি চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধে দেওয়া হবে৷
এক প্রাক্তন কেএলও জঙ্গি বলেন, গত ৪ মার্চ জেলায় থাকাকালীন মুখ্যমন্ত্রী পুরাতন মালদার মহানন্দা ভবনে আমাদের সঙ্গে কথা বলেন৷ আমরা তাঁকে সরকারি চাকরির কথা বলি৷ পরদিন তিনি আমাদের চাকরির ব্যবস্থা করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন৷ আমাদের বলা হয়েছিল, কয়েকদিনের মধ্যেই চাকরি হয়ে যাবে৷ কিন্তু এখনও আমাদের ৩১ জনের চাকরি হয়নি৷ তাই আজ আমরা জেলাশাসকের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানতে এসেছি৷ প্রয়োজনে আমরা কলকাতা গিয়ে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের দাবি পেশ করব৷
টপিকঃ #কেএলওজঙ্গি
Comments