top of page

নতুন সংক্রমণ পাঁচ, ফের আক্রান্ত নার্স

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮৷ শনি ও রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন৷ এনিয়ে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত জেলায় নতুন করে ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷


গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট পাঁচজনের লালারসের নমুনায় কোরোনার হদিশ মিলেছে৷ আক্রান্তদের সকলেই মালদা জেলার বাসিন্দা। মালদা জেলার গাজোলের তিনজন, হবিবপুরের একজন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ এছাড়া নতুন সংক্রমিতের তালিকায় আছেন একজন নার্স। তিনি মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত ছিলেন। আক্রান্তদের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে৷


শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ১০ জন৷ সেদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট ১২ জনের লালারসের নমুনায় কোরোনার হদিশ মেলে৷ আক্রান্তদের মধ্যে ১০ জন মালদা জেলার বাকি দু’জন উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা৷ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের তিনজন, কালিয়াচক-৩ নম্বর ব্লকের ৬ জন ও রতুয়া-১ নম্বর ব্লকের একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন৷




জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন করে করোনায় আক্রান্তের হদিশ মিলতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পুখুরিয়া থানা এলাকার তিনটি গ্রাম ও হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামকে কনটেন্টমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে কারো কোনও উপসর্গ ছিল না৷ এনিয়ে চিন্তিত জেলা স্বাস্থ্য দফতরও৷



留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page