top of page

পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মালদায়

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ শুধু অপেক্ষার। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসনও।


নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ এসে পৌঁছেছে মালদা জেলায়। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশসুপার অলোক রাজোরিয়া। তিনি জানান, ইতিমধ্যে নির্বাচন কমিশনের বেশ কিছু নির্দেশ এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মালদা জেলায় পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। তাঁদের থাকা খাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করে সেই সকল এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করা হবে। পাঁচ কোম্পানির জন্য পাঁচটি এলাকা চিহ্নিত করা হবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page