top of page

আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরবাইক উদ্ধার ইংরেজবাজারে, গ্রেফতার চার

গোপন সূত্রে খবর পেয়ে দুটি এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরবাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। দুটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার যুবককে। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


Firearms and stolen motorbikes recovered in English Bazar

গতকাল রাতে ইংরেজবাজারের যদুপুর এলাকায় হানা দিয়ে সন্দেহজনক এক যুবককে আটক করে পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে তার হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ। অন্যদিকে গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই বাইক সহ তিনজনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ নূর আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নূর কালিয়াচকের বাসিন্দা। অন্যদিকে, চোরাই মোটরবাইক সহ আজিম শেখ, ওলিউল্লা হক ও সাবিব শেখ নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সকলেই গয়েশপুরের বাসিন্দা।




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page