অবশেষে পুলিশের জালে কুখ্যাত ডাকাত
অবশেষে পুলিশের জালে কুখ্যাত ডাকাত বলে পরিচিত ব্যক্তি। গতকাল গভীর রাতে চাঁচলের ধানগাড়া এলাকা থেকে ওই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ পাঁচদিনের পুলিশি হেপাজতে আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত ব্যক্তির নাম হায়াত আলি (৪০)। চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল, হরিশ্চন্দ্রপুর সহ উত্তর দিনাজপুরের একাধিক ডাকাতির ঘটনায় যোগ রয়েছে হায়াতের। একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন হায়াতের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে চাঁচলের ধানগাড়া এলাকা থেকে হায়াতকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments