top of page

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু মহিলা যাত্রীর, চাঞ্চল্য মালদায়

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু মহিলা যাত্রীর৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


মৃত মহিলা যাত্রীর নাম প্রান্তিকা পাল (৫২)৷ বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত একডাঙ্গা এলাকায়৷ স্বামী শিশির পালের কর্মসূত্রে তাঁরা মালদা শহরের রেল কলোনি এলাকায় থাকতেন৷ জানা গিয়েছে, পুজোর আগে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁদের। আজ ভোরে ইন্টারসিটি এক্সপ্রেস ধরার কথা ছিল। কোনও কারণে স্টেশনে পৌঁছতে দেরি হওয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান প্রান্তিকাদেবী৷ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ৷



প্রান্তিকাদেবীর এক আত্মীয় জানান, মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল৷ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান প্রান্তিকাদেবী৷ তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page