ফণীর দাপটে আমচাষে ক্ষতি জেলার বিভিন্ন জায়গায়
top of page

ফণীর দাপটে আমচাষে ক্ষতি জেলার বিভিন্ন জায়গায়


রাজ্য ছেড়ে বাংলাদেশে ঢুকে গেলেও ফণীর প্রভাবে এখনও জেলা জুড়ে চলছে দমকা হাওয়া৷

ফণীর প্রভাবে ক্ষতির মুখে মালদা জেলার আমচাষ৷ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কাঁচা বাড়িরও৷ রাজ্য ছেড়ে বাংলাদেশে ঢুকে গেলেও ফণীর প্রভাবে এখনও জেলা জুড়ে চলছে দমকা হাওয়া৷


ফণীর আতঙ্কে গতকাল কার্যত বিনিদ্র রাত কাটিয়েছে মালদা জেলা৷ গতকাল বিকেলে বন্ধ করে দেওয়া হয় গঙ্গার ফেরি পরিষেবা৷ জেলার দক্ষিণ ও পূর্ব এলাকার কাঁচাবাড়িগুলি খালি করার চেষ্টা করে প্রশাসন৷ প্রাণ বাঁচানোর তাগিদে অনেকে আবার নিজেরাই রাতের জন্য কাছাকাছি পাকা বাড়িতে আশ্রয় নেন৷ আজ সকালেও তার ঝাপটার রেশ থেকে গেছে এই জেলায়৷ রাত থেকেই জেলা জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে৷ এখন বৃষ্টি একটু কমলেও হাওয়ার দাপট রয়েছে ভালোই৷ তাতেই ভালোই ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে জেলার আমচাষে৷


আজ সকালে ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সঞ্জীবকুমার মণ্ডল, নারায়ণ ঘোষরা জানালেন, মালদা জেলা মূলত ধান আর আম চাষের উপর নির্ভরশীল৷ গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ধানচাষের ব্যপক ক্ষতি হয়েছে৷ বিশেষত গতকাল রাতের ঝোড়ো হাওয়ায় প্রচুর আম ঝরে গিয়েছে৷ কিছু কাঁচাবাড়িরও ক্ষতি হয়েছে৷ গরিব মানুষজন অনেকেই রাতে এলাকার পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন৷


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page