জোড়া সাফল্য পুলিশের, ইংরেজবাজারে উদ্ধার জালনোট ও বেআইনি আগ্নেয়াস্ত্র
জোড়া সাফল্য ইংরেজবাজার থানার পুলিশের। দু’টি ভিন্ন ঘটনায়, গতকাল রাতে তথ্যের ভিত্তিতে হানা দিয়ে মধুঘাট এলাকা থেকে দুই কারবারি সহ তিন লক্ষ টাকার জালনোট এবং শোভানগর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ আরও দুই কারবারিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।
গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মধুঘাট এলাকায় দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তিন লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দুই হাজার টাকার। গ্রেফতার করা হয় আবু বক্কার (১০) ও ডালু মিয়াঁ (১৮) নামে দুই যুবককে। ধৃতরা কালিয়াচক এলাকার বাসিন্দা।
অন্যদিকে, শোভানগর এলাকায় হানা দিয়ে দু’টি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় আনোয়ার শেখ ও ওয়াসিম আক্রম নামে আরও দুই যুবককে। জালনোট কারবারিদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃত চার ব্যক্তিকে আজ জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comentarios